শিক্ষামন্ত্রী আসার খবরে নেত্রকোনার মোহনগঞ্জের টেংগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বেলা ১১টার
দিকে ছুটি দিয়ে চলে গেছেন শিক্ষকরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই বিদ্যালয়ে গিয়ে কোনো
শিক্ষককে পাওয়া যায়নি। এর কিছুক্ষণ আগেই তারা স্কুল ছুটি দিয়ে শিক্ষকরা চলে যান বলে জানা গেছে।
এসময় বিদ্যালয়ে জাতীয় পতাকাও দেখা যায়নি। এমনকি বিদ্যালয়টিতে কোন সাইনবোর্ডও নেই।
বৃহস্পতিবার উপজেলার আদর্শনগর শহীদ স্মৃতি মহাবিদ্যলয়ে আড়াইটার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে সাড়ে চারটার দিকে ‘বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেয়ার কথা আছে তার।
এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলার সব প্রাথমিক বিদ্যালয় দুপুর আড়াইটা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেয় শিক্ষা অফিস। কিন্তু টেংগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বেলা ১১টার দিকেই ছুটি দিয়ে চলে যান শিক্ষকরা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, টেংগাপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী পড়ছে। প্রধান শিক্ষকসহ মোট চারজন শিক্ষক রয়েছে এ বিদ্যালয়ে। বিদ্যালয়ের ভবনটি মেয়াদউত্তীর্ণ হওয়ায় এটি ভেঙে ফেলায় করোনা পরবর্তী সময়ে পাশের একটি তিন কক্ষের টিনের ঘর ভাড়া নিয়ে এতে পাঠদান করছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
স্কুল ছুটি দেয়ার বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুলসুমা আক্তার বলেন, ‘এই বিদ্যালয়ের কোন ভবন নেই। একটি টিনের ঘরের কয়েকটি কক্ষ ভাড়া নিয়ে পাঠদান চলছে। এখানে পড়াশোনার মতো পরিবেশ নেই। এর ভাড়াও আমরা নিজেরা দেই। শিক্ষা অফিসে বারবার এ বিষয়ে জানানো হলেও কোন পদক্ষেপ নেয়নি। পাঠদান যে চালিয়ে যাচ্ছি এটাই অনেক। আমাদের সমস্যা নিয়ে প্রতিবেদন লিখুন। এতে আমরা উপকৃত হবো।’
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা দিপালী সরকার বলেন, শিক্ষামন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ার জন্য বৃহস্পতিবার আড়াইটা পর্যন্ত বিদ্যালয় খোলা রাখতে বলা হয়েছে। তবে বেলা ১১টায় ছুটি দিয়ে দেয়া ঠিক হয়নি। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবাইদুল্লাহ দৈনিক শিক্ষাডটকমকে জানান, মন্ত্রী আসবেন বলে বিদ্যালয় দুইটার পরে ছুটি দেয়ার নির্দেশনা রয়েছে। কিন্তু ১১টায় ছুটির বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
Leave a Reply