১. বাংলাদেশ বিষয়াবলী:
সংবিধান (আরিফ খান বা অন্য যেকোন বই থেকে গুরুত্বপূর্ণ ধারা, সংশোধনী এবং তফসিলসমূহ পড়ে নেবন।
HSC পৌরনীতি বই থেকে ৪৭-৭১ এর সব ঘটনা’বলী পড়ে নিবেন। এখানেই প্রায় ১০০ নাম্বার কভার হবে। সিলে’বাস অনুযায়ী বিভিন্ন টপিকস ইন্টারনেটে সার্চ দিয়ে রিডিং পড়ে নিবেন।
এরপর যেকোনো একটা গাইড থেকে বাকি অধ্যায়’গুলো রিডিং দেবেন। সাথে অনলাইনে বণিক’বার্তা পত্রিকাটি নিয়মিত পড়বেন।
২. আন্তর্জাতিক বিষয়াবলী:
তারেক শামসুর রহমানের “বিশ্ব রাজনীতির 100 বছর” বইটি পড়বেন। দৈনিক পত্রিকার আন্ত’র্জাতিক পাতাসমূহ নিয়মিত পড়বেন।
অনলাইনে বিভিন্ন আন্ত’র্জাতিক ইস্যু আর্টিকেল সমূহ পড়বেন। সিলেবাস অনুযায়ী বিভিন্ন টপিক’স নেটে সার্চ দিয়ে রিডিং পড়ে নিবেন।
এছাড়া বাকি বিষয়গুলো জানার জন্য বাজারে প্রচলিত যেকোন গাইড কিনে নিতে পারেন।
৩. বিজ্ঞান: বিজ্ঞান সিলে’বাস যথেষ্ঠ বড় এবং কঠিন। ৬০ নম্বর আসে বোর্ড বই থেকে সৃজনশীল টাইপ। আর বাকি ৪০ EEE ও CSE…আমাদের রিটেন ক্যাম্পেইনার গ্রুপের লেখকদের তৈরি করা সাজেশনের ভিত্তিতে ২০ তারিখের দিকে পূর্ণাঙ্গ হ্যান্ডবুক পাওয়া যাবে।
এখানে নবম দশম বোর্ড বইসহ EEE ও CSE থাকবে সাজানো থাকবে। ভালো লাগলে এটা নিতে পারেন। আবার বাজারে প্রচলিত যে’কোনো গাইড বই নিতে পারেন, আপনার যে বই পড়তে কম’ফোর্ট লাগে সেইটাই পড়বেন।
তবে খুব বেশি পড়তে যাবেন না, সংক্ষিপ্তভাবে সর্বোচ্চ যতটুকু যত তাড়াতাড়ি শেষ করা যায়।
— —- —- —- —- —– —- —– ——– ——— — — —
৪. ইংরেজি: ইংরেজিতে মুখস্থ পড়ার মত কিছুই নাই। শুধু নিয়মিত বাংলা 2 English, English 2 বাংলা অনুবাদ প্র্যাকটিস করুন। বাজারে এরকম বিভিন্ন বই পাওয়া যায়, যেগুলোতে পত্রিকার এডিটোরিয়াল অনুবাদ আছে।
এছাড়া ইংরেজিতে পড়ার মত আর কিছু নাই, বাকি সব ফ্রি হ্যান্ড। গ্রামারের কিছু রুলস দেখে নিতে পারেন। প্রশ্নের উত্তর কেমন লিখবেন সে সম্পর্কে ধারণা পেতে পুরানো কোন গাইড নিতে পারেন, নতুন লাগবে না।
৫. বাংলা: এখানে পড়ার মতো আছে 60 নাম্বার। ৩০ সাহিত্য +৩০ ব্যাকরণ। বাকিসব ফ্রি হ্যান্ড লেখা।
সাহিত্য আর ব্যাকরণের জন্য এসিওরেনস বা অন্য যেকোনো একটা গাইড নিতে পারেন। পুরানো হলেও চলবে।
আর সাহিত্য সমালোচনার (১৫) জন্য নেটে সার্চ দিয়ে বুক রিভিউ পড়ে নিতে পারেন। এক্ষেত্রে ২/৩ দিনে প্রায় ৫০ টা বুক রিভিউ হয়ে যাবে।
6. গণিত : গত দু এক বছর আগের নবম দশম গণিত আর উচ্চতর গণিতের গাইড কিনে নিন। গাইডে যেসব অংক করা আছে সেগুলো করে নিন। সাথে অষ্টম শ্রেণীর পাটীগণিতও লাগবে। সৃজনশীল অংক না, মূল অংকগুলো। এখানের সব অধ্যায় না, যেসব পরীক্ষায় অধ্যায় আছে শুধু সেসব। আর পারলে এইচএইসির সম্ভাব্যতা, বিন্যাস, সমাবেশ আর স্থানাংক, সরলরেখা, বহুপদীর সহজ গণিতগুলো দেখতে পারেন।
মানসিক দক্ষতার জন্য কোন একটা পুরানো গাইড দেখতে পারেন, আইডিয়া হবে। এখানে মুখস্থ করার কিছু নাই।
★ বিসিএস সিলেবাস ইন্টারনেটে এভেলেইবল আছে। সার্চ দিয়ে ডাউনলোড করে নিন, সিলেবাস দেখে পড়ুন।
★বিসিএস এর যেকোন টপিকসের উত্তরই নেটে আছে, নেট সার্চ করে পড়ার অভ্যাস করুন।
Leave a Reply