বোতলে নিজের বাতকর্মের গ্যাস ভরে চড়া দামে বিক্রি করে কোটিপতি হওয়া সেই তরুণীর প্রেমে মজেছেন এক যুবক! এ খবর নিজেই জানিয়েছেন ইউটিউবার ও রিয়েলিটি স্টার স্টেফানি মাট্টো! খবর নিউজ এইটিনের।
৩১ বছরের স্টেফানি মাট্টো পেশায় একজন ইউটিউবার ও রিয়েলিটি স্টার! তিনি নিজের বাতকর্মের গ্যাস বোতলে ভরে বিক্রি করে ২ লাখ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৭১ লাখ টাকা। ২০২১ সালে নিজের এই আজব ব্যবসা শুরু করেন স্টেফানি। UNFILTRD নামে প্রাপ্তবয়স্কদের এক ওয়েবসাইটে স্টেফানির বাতকর্মের গ্যাসের চাহিদা তুঙ্গে! এক বোতল বাতকর্মের গ্যাস বিক্রি হয় ৭৪ হাজার টাকায়। তবে উৎসবের মৌসুমে বোতলের দামে কিছুটা ছাড়ও দিয়েছিলেন স্টেফানি।
স্টেফানি সকলের সাথে শেয়ার করেছেন যে, মনে হয় তিনি তার জীবনের ভালোবাসাকে খুঁজে পেয়েছেন। বিমানে সফর করার সময় তার পাশে বসা একজন তাকে চিনে ফেলেন। সেই ব্যক্তি তার সাথে সেলফিও তোলেন। স্টেফানির মনে করেন সেই ব্যক্তিই হলেন তার সত্যিকারের ভালোবাসা। এর পরে তারা দু’জনেই তাদের ফোন নম্বর শেয়ার করেন এবং তারা দু’জনেই এখন নিজেদের সাথে যোগাযোগে রয়েছেন।
স্টেফানি আরও জানান, বিমানে মাস্ক পরা থাকলেও সেই ব্যক্তি তাকে চিনতে পেরেছিলেন। সে স্টেফানির গল্প অনলাইনে ফলো করতেন। সেই ব্যক্তি জানতেন স্টেফানি নিজের বাতকর্ম বোতলে ভরে বিক্রয় করার কাজ করেন। সে এটাও জানতেন যে এই কারণে স্টেফানির শরীর খারাপ হয়েছিল এবং তিনি হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। খুব তাড়াতাড়ি তারা দু’জনে লস অ্যাঞ্জেলসে আসবেন বলেও জানা গেছে। নিজের কাজ এবং হেলথ ইস্যুর জন্য স্টেফানিকে অনেক সমস্যায় পড়তে হলেও এখন খুব ভালো দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন স্টেফানি।
Leave a Reply