নারায়ণগঞ্জে শীতলক্ষ্যার তীরে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। ভেঙে ফেলা হয়েছে দোতলা মার্কেটসহ ৩৪টি স্থাপনা। নদীর পাড়ে নতুন সীমানা পিলার ও ওয়াকওয়ে নির্মাণের কাজ চলছে বলে জানায় সংস্থাটি।
সোমবার (২২ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে উচ্ছেদ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
নদীর জায়গা দখল করে গড়ে তোলা একটি পাকা দোতলা ভবন, ১০টি সেমিপাকা দোকান, ৬টি স’ মিলের বর্ধিত অংশ গুড়িয়ে দেয়া হয়। ভেঙে ফেলা হয় টি কে গ্রুপের ৬টি টিনসেড, ১১টি কাঁচাপাকা ঘরসহ মোট ৩৪টি অবৈধ স্থাপনা। উচ্চ আদালতের নির্দেশে সিএস জরিপ অনুযায়ী নদীর দুই তীরে নতুন সীমানা পিলার স্থাপনের কাজ চলছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি নদীর তীরভূমি উদ্ধার করে ওয়াকওয়ে নির্মাণ করা হবে বলেও জানায় বিআইডব্লিউটিএ।
Leave a Reply